মোঃ মহিউদ্দিন , ভোলা প্রতিনিধি। ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট ইসলামী একাডেমি আয়োজিত “শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি” শীর্ষক অভিভাবক সমাবেশ অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে একাডেমির অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। কুঞ্জেরহাট ইসলামী একাডেমির প্রধান পরিচালক মাওলানা আমানউল্লাহ’র সভাপতিত্বে সমাবেশের কার্যক্রম শুরু হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন: কবি, লেখক ডাঃ গাজী তাহের লিটন, মুফতি আমিনুল ইসলাম, মো. হোসাইন আহমেদ, মো. জিয়াউর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির শিক্ষা সচিব মাও. শরীফুল ইসলাম। ডাঃ গাজী তাহের লিটন তাঁর বক্তব্যে বলেন: দ্বীপজেলা ভোলার কুঞ্জেরহাট বাজারে সর্বপ্রথম ইসলামী প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান কুঞ্জেরহাট ইসলামী একাডেমি প্রতিষ্ঠিত হয়। আদর্শ, নৈতিক ও যুগোপযোগি পাঠদান এবং তৃনমূলে শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে সর্বত্র।তিনি আরো বলেন, ২০২৪ সালকে সামনে রেখে বিগত দিনের একাডেমিক ফলাফলের সফলতায় কুঞ্জেরহাট ইসলামী একাডেমির অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হতে হবে। অভিভাবক সমাবেশ-টি মনোমুগ্ধকরভাবে পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন, একাডেমির সহকারি প্রধান শিক্ষক কবি এ. এইচ. এম আরিফুল ইসলাম।