মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে ভোলার লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২অক্টোবর) সকালে বাংলাদেশ যুব মহিলা লীগ, লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উত্তর বাজার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামসহ যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।