কোম্পানিগঞ্জ প্রতিনিধি ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে কোম্পানীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। উপজেলা পরিষদের সিএ ফাইজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা স্কাউটস সম্পাদক আমিনুর রহমান জসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিবুন্নাহার বেগম, উপজেলা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার খাইরুল শিকদার, আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠের সাধারণ সম্পাদক এহসানুল মাহবুব, শিক্ষার্থী আল মাহমুদ মুহিন ও জামির হোসেন প্রমুখ।