মোঃ মজিবর রহমান শেখ, “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেল এর যৌথ আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২২ অক্টোবর রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোলায়মান আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন,বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক প্রকৌ: তন্ময় কুমার ধর, মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেবশর্মা সহ ঠাকুরগাঁও জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ প্রশাসন সহ নানা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।