ইয়াছির আরাফাত জামালপুর প্রতিনিধিঃ “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন জামালপুর ও বিআরটিএ, জামালপুর সার্কেল, জামালপুর এর আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২২ অক্টোবর) জেলা প্রশাসন ও বিয়ারটিএ জামালপুর সার্কেলের আয়োজনে শহরের বকুলতলা থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর জনাব শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শফিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব); অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাসুদ আনোয়ার; নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপদ), জামালপুর; জনাব সৈয়দ আতিকুর রহমান ছানা, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখা; মোটরযান পরিদর্শক, বিআরটিএ, জামালপুর, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গুণীজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।