সিংড়া নাটোর প্রতিনিধিঃ নাটোর -বগুড়া মহাসড়কের পার্শ্বে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২২ অক্টোবর সকাল আনুমানিক ছয়টার দিকে উপজেলার জামতলী বাজার এলাকায় ডাবলুর কাঠের স’ মিলের পাশে জঙ্গলের মধ্যে উপর হয়ে পরে থাকা অবস্থায় একটি লাশ দেখতে পায় লোকজন, পরে পুলিশ খবর পেয়ে অজ্ঞাত আনুমানিক ৫৫ বছরের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, সকালে উপজেলার জামতলী এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরও জানান , নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টির তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)কে খবর দেওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনাস্থলে সিংড়া থানার (পরিদর্শক) রফিকুল ইসলাম ও এস আই জাহিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয়দের ধারণা অজ্ঞাত ব্যক্তিকে হয়তো হত্যা করে লাশটি ফেলে দেওয়া হয়েছে। এমন লাশের ঘটনা মাঝে মধ্যেই পাওয়া যায়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। নিহত অজ্ঞাত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায় নাই, তবে সনাক্ত করার আশ্বাস দিয়েছেন পুলিশ।