মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে হামুন মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদিদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, সিভিল সার্জন এস এম কবির, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন প্রমুখ। এছাড়া জেলার সকল উপজেলা চেয়ারম্যান গন, উপজেলা নির্বাহী অফিসার গন যুমে যুক্ত ছিলেন। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলা সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলায় ৭০৩ টি সাইক্লোন সেন্টার, ৩৫ টি মুজিব কেল্লা, ৮৭৬০ জন সিপিপি সেচছা সেবক, ৯ লাখ ৯০ হাজার নগদ টাকা , ৬০০ মেট্রিকটন চাল মজুদ রয়েছে।