নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় বেড়িবাঁধ এলাকা ও বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান। ২৪ অক্টোবর মঙ্গলবার দিনভর উপজেলার পক্ষিয়া, হাসাননগর, টগবী, গঙ্গাপুর, সাচড়া, বড় মানিকা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে এলাকার সাধারণ জনগনকে ঘূর্ণিঝড় হামুন সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ইউএনও রায়হান-উজ্জামান। এসময় তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলার জন্য বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে, আপনারা সবাই নিরাপদ স্থানে অবস্থান করুন।আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য চিকিৎসা সেবা, শুকনা খাবার, পানীয় সহ সকল কিছু প্রস্তুত রেখেছি।আপনাদের ভয় নেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আপনাদের করা হবে। এ সময় সাংবাদিকদের তিনি জানান, ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় চিকিৎসা সেবা প্রদানের জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহ বিভিন্ন টিমে মোট ৪০ জন সদস্য প্রস্তুত রয়েছে,গৃহপালিত গবাদি পশু সেবা প্রদানের জন্য উপজেলা প্রানী সম্পদ দপ্তরের সমন্বয়ে ৩ ইউনিটে ৯ জন্য সদস্য প্রস্তুত রয়েছে। উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকার জন সাধারণের বসবাসের জন্য ১২২ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার ও পানীয় পন্য মজুদ রয়েছে বলে ও জানান তিনি। এসময় তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ে কেউ গুজব ছড়াবেন না, সবাই সতর্কতা অবলম্বন করুন।জরুরী প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টা যোগাযোগের জন্য ১০ জনের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ীর আইসি(ভারপ্রাপ্ত) আলাউদ্দীন আল মাসুম,জাতীয় দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশ,ইউপি সচিব আশরাফ উদ্দিন খান প্রমুখ।