স্বপন কুমার রায় খুলনা ব্যুরোপ্রধান সেন্ট মাইকেলস ক্যাথলিক ধর্মপল্লী চালনা এর আয়োজনে তীর্থ যাত্রা ২০২৩ খুলনার দাকোপের হরিনটানা, ধোপাদী মাতৃধাম পল্লীতে আজ ২৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ টারদিকে ্উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মুল্যবান বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিচির সম্মানিত সদস্য অ্যাডঃগ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।এ সময় তিনি বলেন,,সেন্ট মাইকেল যাকে আমরা একজন সৈনিক হিসাবে জানি,তিনি হলেন একজনপ্রধান দূত-চার্চের একজন প্রধান দেবদূত।পর্তুগিিজ কারমেলাইট সন্যাসী ১৮ শতকে সেন্ট মাইকেল দ্য আর্চেঞ্জেলসকে দর্শন পেয়েছিলেন।সেন্ট মাইকেল অ্যান্টোনিয়াকে নয়টি কয়ার্স অফ অ্যাঞ্জেলসকে নয়টি অভিবাদন জানানোর জন্য অনুরোধ করেছিলেন, তার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে এবং গায়কদলের প্রতিটি থেকে একজন করে দেবদূতের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যারা প্রতিদিন চ্যাপলেট প্রার্থনা করেন তাদের জন্য, সেন্ট মাইকেল, ফেরেশতাদের সাথে, পৃথিবীতে এবং পরে তাদের জীবনের মাধ্যমে সুরক্ষার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্হিত ছিলেন,বিশপ রমেন বৈরাগী ,ফাঁদার বাবলু,সরকার,ফাঁদার ললীত, শিস্টার ও পালক বৃন্দ।