লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)। এছাড়াও আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম। স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় বিল্লাল মিয়াকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও গুলিবিদ্ধ রেফায়েত উল্লাহকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সরকার পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন সকালে ছয়সূতি ইউনিয়নের বাসস্ট্যান্ডে বিএনপির নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। অবরোধকারীদের প্রতিহত করতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় তিনিসহ থানার কর্তব্যরত এএসআই মান্নান, এএসআই সাকিনুর, এএসআই জুয়েলসহ কমপক্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে মোতায়েন আছে