নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা :: সাতক্ষীরার আত্মকর্মসংস্থান এর অন্যতম কারিগর তুবা পাইপ এন্ড ফিটিংস এর আয়োজনে পরিবেশক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কাপাসডাঙ্গায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও উপজেলার পরিবেশকদের উপস্থিতি মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান উপভোগ করেন। কোম্পানির একাধিক প্রতিনিধিদের সাথে আলাপ কালে জানান এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাজির হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা চাই তুবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রির আগামীর পরিকল্পনা গুলো শুভ হোক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ সভাপতিত্ব করেন কোম্মানির এম,ডি মীর শাহিন হোসেন,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান,অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,কোম্পানীর উপদেষ্টা ফাতিমা বেনতে জামাল,ডিরেক্টর তাবাচ্ছুম তাসনিম(তুবা),হেড অফ সেলস্ শামিম খন্দকার,সিনিয়র ফ্যাক্টরী ইনচার্জ আব্দুস সামাদ,চেয়ারম্যান মীর জামাল হোসেন। এ সময় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও প্রীতিভোজে এক অনন্যতা স্থাপন হয়েছে। উপস্থিত অতিথিরা তুবা পাইপ এন্ড ফিটিংস কোম্পানী পণ্য উৎপাদন ও বিপণনে আজ হাজার হাজার মানুষের কর্মসংস্থান সহ বিশ্বস্ততার প্রতীকি হিসাবে আজ অনন্য নজির স্থাপন করেছে বলে জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাষ্টার অলিউর রহমান।
সর্ম্পকিত খবর সমূহ.
December 11, 2024