লিপন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব পৌর সভার বিএনপি’র ০৫ নেতাকে নাশকতা মামলায় সিলেট হতে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। ভৈরব থানার এসআই আব্দুর রহমান ভূইয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্স ও সিলেট মেট্রোপলিটন কোতুয়ালী থানা পুলিশের সহায়তায় ০৫ নভেম্বর ২০২৩ খ্রি: ভোর রাত ০৩:২০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন কোতুয়ালী থানা এলাকা হতে আসামী ১। হাজী মো: শাহীন (৫৩) (ভৈরব পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র), পিতা-মৃত সিরাজ মিয়া, কালিপুর, ২। দেলোয়ার হোসেন সুজন (৪৫), (সভাপতি, ভৈরব উপজেলা যুবদল), পিতা-তাজুল ইসলাম, ভৈরবপুর উত্তরপাড়া ৩। জিল্লুর রহমান (৫৮) (সহ: সভাপতি, ভৈরব পৌর বিএনপি), পিতা-মৃত গিয়াস উদ্দিন, ভৈরবপুর উত্তরপাড়া ৪। আল মামুন (৪৫) (সাধারণ সম্পাদক, ভৈরব উপজেলা যুবদল ও ভৈরব উপজেলা ভাইস চেয়ারম্যান), পিতা-মৃত নুরু মিয়া, ভৈরবপুর উত্তরপাড়া সন্দিগ্ধ আসামী ৫। মো: মজিবুর রহমান (৫৮), পিতা-মৃত ফয়েজ উদ্দিন, ঘোড়াকান্দা (সাধারণ সম্পাদক, ভৈরব পৌর বিএনপি ), সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদের গ্রেফতার করেন। তদন্তে প্রাপ্ত তথ্য হতে জানা যায় যে, ধৃত আসামীগণ এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীরা একত্রে গত ৩১/১০/২০২৩ তারিখ ভৈরব থানাধীন কমলপুর মুসলিমের মোড় সাকিনস্থ ভৈরব টু কিশোরগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর অবরোধ সমর্থনে রাস্তায় চলাচলরত যানবাহনে বাধা প্রদানসহ গাড়ী ও রাস্তার দুই পাশে থাকা জনসাধারণের দোকানপাট ভাংচুর করে। দায়িত্বরত পুলিশ অফিসার-ফোর্স বাধা দিলে আসামীরা ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করে সরকারী সম্পত্তি ও জানমালের ক্ষতি সাধন এবং আসমাীদের সাথে থাকা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে বিকট শব্দে জনমনে ভীতি ও আতংক সৃষ্টি করে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমের বিঘ্ন সৃষ্টি করে। তাছাড়াও ধৃত আসামীগণ ও অজ্ঞাতনামা আসামীরা অটোরিক্সা ও কিছু গাড়ি ভেঙ্গে ক্ষতি সাধন করে এবং পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মামলা নং-২, তারিখ- ০১-১১-২০২৩ খ্রি:, জি আর নং-৫০৯, ধারা- ১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫২/১১৪/৩৪ দি পেনাল কোর্ট, ১৮৬০; তৎসহ ৩/৩এ/৬ দি এস্কপ্লুসিভ সাবস্টেনসেস এক্ট, 1908 রুজু করা হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।