মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলা শহর নন মিউনিসিপ্যাল মাস্টার প্লান প্রনয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (UTMIDP) এর আওতায় ডিমলা কাঁচা বাজারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় কাঁচা বাজার এর সেড পরিদর্শন করে ফলক উন্মোচন ও বৃক্ষ রোপন করে শুভ উদ্বোধন করেন নীলফামারী -১(ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। এরপর ডিমলা ৩নং সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) ডিমলা বাস্তবায়নে, ডিমলা ইউপি মাঠ প্রঙ্গনে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই- আলম সিদ্দিকী, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলা প্রকৌশলী শফিউল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ প্রমূখ। এছাড়াও অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার রায়, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লেলিন হোসেন, বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীগণ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এরপর সভার সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। উল্লেখ – ডিমলা কাঁচা বাজার এর ফিস সেড ২টি, মিড সেড ২টি, ওপেন সেড ২টি ও ৫টি মাল্টিপিপলস সেড ও ৩টি অত্যাধুনিক ওয়াস ব্লক এর উদ্বোধন করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১কোটি ৪০ লক্ষ টাকা।