জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার ।। গত বৃহস্পতিবার সহকারি রিটার্নিং অফিসার ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু’র কাছ থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪দলীয় জোটের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি মহোদয়ের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, ভেড়ামারা পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির টুটুল এবং পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।।