মোঃ রায়হান জোমাদ্দার
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার সহযোগী ও সেচ্ছাসেবী সংগঠন “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” এর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৫ নভেম্বর শনিবার সকাল সারে ১০টায় নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক সমন্বয় সভায় এ কমিটি ঘোষণা করা হয় ।
মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মো. সামসুল আলম খান বাহার।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম আখতারুজ্জামান বাচ্চূর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার মো. ইউসুফ আলী তালুকদার, সিনিয়র সাংবাদিক শাহাদাত হোসেন মনু,শিক্ষক নাজমুল হায়দার খান বাদল,ইমাম থানার পুল জামে মসজিদ মাওঃ মোঃ আবদুল কুদ্দুস, মোঃ শাহ আলম তালুকদার প্রভাষক,কামদেবপুর ফাজিল মাদ্রাসা,এমদাদুল হক প্রধান শিক্ষক,নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক নাজমুল হায়দার খান বাদল, মোঃ নাসিম সরদার পরিচালক সেবা ক্লিনিক,শাহাদাত ফকির শামসুন্নাহার ফাউন্ডেশন ফাউন্ডেশন, খান মোহাম্মদ মিল্লাত, প্রাণের টানে রক্তদান এবং ভার্চুয়ালী বক্তব্য রাখেন যায়যায় দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সাধারণ সম্পাদক জ্যোতিষ সোমদ্দার বাবু।
সভায় আলহাজ্ব এইচ এম আখতারুজ্জামান বাচ্চুকে আহ্বায়ক ও মো. নাজমুল হায়দার খান বাদলকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মো. মাসুম হোসাইন, মাওলানা মো. আব্দুল কুদ্দুস, মোঃ নাসিম সর্দার, যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. এমদাদুল হক, মো. শাহআলম তালুকদার, সদস্য হাফেজ মাওঃ মো. মাহবুবুর রহমান শামিম, মো. মশিউর রহমান খান, মো. শাহাদাত আলম ফকির, খান মুহাম্মদ মিল্লাত, মো. আল ওয়ালিদ হোসাইন, তুহিন মিত্র, মো. নাদিম, মো. ওহিদুল ইসলাম মিঠুন, মো. আমিন হোসাইন, মো. নাঈম মল্লিক, সাথী আক্তার, সনিয়া আক্তার, সুমি আক্তার, তানিছা ইসলাম খুশি ও সৌমিলি দাস প্রথমা সহ আরও অনেকের নাম ঘোষণা করা হয় ।
মনোনয়ন বোর্ডের প্রধান ও যায়য়ায়দিন’র নলছিটি উপজেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান রিপন বলেন, “যায়যায়দিন” দেশের একটি পাঠকনন্দিত জাতীয় দৈনিক। “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” একটি অরাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। “যায়যায়দিন” কেবল একটি সংবাদপত্র নয়, দেশের মাটি ও মানুষের শুভ, কল্যাণ প্রতিষ্ঠায় সচেষ্ট একটি জাতীয় পর্যায়ের বড় প্লাটফ্রম। “যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম” তরুণসমাজকে সাথে নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহন করে দেশপ্রেম ও মানবকল্যাণে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ পাঠকসমাজকে তাদের মেধা, শ্রম, শিক্ষা ও রুচি দিয়ে দেশ, মাটি মানুষের মানবতার কল্যাণে তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
শেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।