আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা নারী নেটওয়ার্কের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের চর ইন্দ্রপাশা গ্রামে ২৫ নভেম্বর রোজ শনিবার বিকেল ৩ টার সময় শতাধিক নারী পুরুষের উপস্থিতিতে “নারীর জন্য বিনিয়োগ সহিংশোতা প্রতিরোধ” বিষয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার মঠবাড়ী ইউনিয়ন অপরাজিতা নারী নেটওয়ার্কের সভাপতি পরভীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার লাইজু, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও বড়ইয়া ইউপির সংরক্ষিত নারী সদস্য জয়িতা কণ্ঠশিল্পী বাউল ছালমা, স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সভা আহবায়ক অপরাজিতা জয়িতা সাবিনা ইয়াসমিন, আয়োজক নারী নেটওয়ার্ক রূপান্তরের জেলা কর্মকর্তা উজ্জ্বল কর্মকার, রাজাপুর উপজেলা কর্মকর্তা সাহানাজ পারভীন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।