মোঃ রায়হান জোমাদ্দার, স্টাফ রিপোর্টার: আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ১৯৪৮ সালের এই দিনে জাতীয় সংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা পত্র (Universal Declaration of Human rights(UDHR)) গৃহীত হয় প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয়।
ঘোষণার ৩০টি ধারায় প্রধান প্রধান অধিকার ও মৌলিক স্বাধীনতা সংযোজন করা হয়েছে। কোন প্রকার বৈষম্য ছাড়াই পৃথিবীর যে- কোন প্রান্তের মানুষ ওই অধিকার ও স্বাধীনতা ভোগ করতে পারে । ঘোষণায় যেভাবে অধিকার যুক্ত হয়েছে তার মাধ্য আছে জীবন, স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তার অধিকার ,দাসত্ব থেকে মুক্তি, স্বৈরাচারী আটক গ্রেফতারের বিরুদ্ধে স্বাধীনতা ও নিরপক্ষ আদালত কর্তৃক সুষ্ঠু বিচারের অধিকার দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নিরাপদ হিসাবে গণ্য করার অধিকার আবাসস্থল অলঙ্ঘনীয়তা ও পত্রালোপার গোপনীয়তা রক্ষার অধিকার ,চলাচল ও বসবাসের অধিকার বিবাহ ও পরিবারের গঠনের স্বাধীনতা সম্পত্তির অধিকার চিন্তা ও বিবেক ও ধর্মীয় স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা শান্তি পূর্ণভাবে জমায়েত হবার ও সংগঠন গড়ার স্বাধীনতা ,ভোটদান এবং সরকারের অংশগ্রহণ অধিকার সামাজিক নিরাপত্ত, কর্মের ও উপযুক্ত জীবনযাত্রার মানের নিশ্চিত বিধান ,শিক্ষা ও সমাজের সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণের অধিকার।
মানবাধিকারের সম্বন্ধে সার্বজনীন ঘোষণার সংগঠন,প্রত্যক্ষভাবে বা জনপ্রতিনিতিদের মাধ্যমে সরকার অংশগ্রহণ ,সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সমানধিকার বিশ্রাম ও অবসর যাপানের অধিকার , ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য রক্ষার অধিকার ,রোগ, অক্ষমতা এবং বৃদ্ধ বয়সে ও বৈষম্য নিরাপত্তা এবং অভাব থেকে মুক্তির অধিকার স্বীকৃতি হচ্ছে তাছড়া সাধারণভাবে অভাব থেকে মুক্তি এবং অর্থনীতি নিরাপত্তার অধিকার স্বীকার করা হয়েছে ,আইনের দৃষ্টিতে সম্য এবং আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হয়ার অধিকার ও ঘোষিত হয়েছে।
সাধারণ পরিষদের ঐ ঘোষণা কে সকল মানুষ ও জাতির পক্ষে সাফল্যের সাধারণ মান হিসাবে উল্লেখ করেছে। ঐ সকল জাতির অধিকার ও স্বাধীনতার স্বীকৃতি এবং তাদের প্রয়োজন এর জন্য সাধারণ মানুষ ও সকল জাতির কাছে অবেদান করেছে।
১৯৫২সালের ৪ ডিসেম্বর সাধারণ পরিষদের একটি প্রস্তাব গ্রহণ করে।ঐ প্রস্তাবে সকল জাতির ও উৎসাহী সংগঠনকে প্রতিবছর ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবাস পালনের জন্য আহবান জানানো হয় ।এরপর থেকে প্রতিবছর ১০ ই ডিসেম্বর মানবাধিকার দিবাস রূপ উদযাপিত হয়।