মোঃ মিজানুর রহমান (কালু): রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার ধলাট নামক গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে।
গত মাসের (২৯-তারিখে) উপজেলার ধলাট গ্রামের শর্মিলা আক্তার শোভা (১৬) নামের ওই স্কুল ছাত্রী বিষপান করে, পরে এ মাসের ৯ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জানা যায়, মৃত শর্মিলা আক্তার (শোভা) ধলাট গ্রামের শরিফুল ইসলামের মেয়ে’পরিবারে পিতা মাতার সাথে পড়া-লেখার বিষয়কে কেন্দ্র করে বকাঝকা হয়।
পরে নিজ পিতার ঘরেই শোভা তাদের উপর অভিমান করে ঘাস পোড়ানো এক ধরনের কীটনাষক বিষপান করে’ সেসময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেলে তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন,চিকিৎসাধীন অবস্থায় ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে মৃত্যু বরণ করেন তিনি।
এই বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, যতটুকু জানতে পারলাম মেয়েটা অভিমানে আত্মহত্যা করেছে,এই বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।