বাঁধন প্রধান, পঞ্চগড় প্রতিনিধি: শীতের প্রকোপ শুরু হয়েছে পঞ্চগড়ে। সারাদিন কুয়াশায় আবৃত হয়ে থাকছে সবকিছু। এসময় সবচেয়ে দুর্ভোগ পোহাতে হয় শিশুদের। তাই পঞ্চগড়ের প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১০০০ শিশুর হাতে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে। রবিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রি তুলে দেয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই উপহার তুলে দেয়। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র সহযোগিতায় শিশুদের দুপুরের খাবারও দেয়া হয়। এছাড়া ওই এলাকার বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ বক্তব্য রাখেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবছর শিশু স্বর্গ ফাউন্ডেশানের উদ্যোগে জেলার কয়েক হাজার প্রার্থমিক বিদ্যালয়ের শিশুদের হাতে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।