সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি: সারা দেশে ন্যয় ১লা জানুয়ারি বিনামূল্যে পাঠ্যপুস্তক বই বিতরণের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও আলোকিত জ্ঞান শেখার বিদ্যাপীঠ আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষের বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি সোমবার সকালে উপজেলার ফায়ার সার্ভিস রোড দক্ষিণ সন্ধ্যারই এলাকায় অবস্থিত আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল ও আয়েশা (রা.)অরফান ইনস্টিটিউট এর পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, মুক্তার হোসেন, আইয়ুব আলী, আলমগীর হোসেন, শিল্পী আখতার, সুমনা আক্তার, সাজেদা পারভীন, মিনু আক্তার, খালেদ মাহমুদ সুজন, রিতা আক্তার,নিশি আক্তার প্রমূখ উল্লেখ্য বিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই , পরিচালক মিজানুর রহমানের প্রচেষ্টায় সফলতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024