মো: মিজানুর রহমান (কালু): রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নৌকার মাঝি আব্দুল ওয়াদুদ দারা ৮৬,৯১৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩,৮৬২ ভোট,পুঠিয়া দুর্গাপুরের এই আসনটিতে ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে জনগণ।
প্রতিটি কেন্দ্র থেকে ফলাফল আসতেই কখনো ঈগল প্রতীক এগিয়ে থাকছেন,আবার কখনো নৌকা প্রতীক এগিয়ে থাকছেন এমন হাড্ডাহাড্ডি লড়াই পুঠিয়া দুর্গাপুরবাসী এর আগে কখনো দেখেনি।
আব্দুল ওয়াদুদ দারার পিএস বদিউজ্জামান বদি জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩,০৫১ ভোট বেশি পেয়ে বে-সরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা,এর আগে তিনি ওই একই এলাকায় টানা দুবার এমপি নির্বাচিত হয়েছিলেন।
উপজেলা চেয়ারম্যান হিরা বাচ্চু বলেন,তৃণমূল থেকে বেড়ে উঠেছি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তাই পুঠিয়া দুর্গাপুরের এই আসনটি নৌকা জিতবে এটাই স্বাভাবিক।
পুঠিয়া পৌর, সাবেক মেয়র রবিউল ইসলাম রবি বলেন,এর আগে দুইবার নির্বাচিত হওয়ায়,পুঠিয়া দুর্গাপুরের ব্যাপক উন্নয়ন আমরা দেখেছি,আবার সেই সুযোগ এসেছে নৌকা বিজয়ের মাধ্যমে।
সদ্য নির্বাচিত এমপি আব্দুল ওয়াদুদ দারা জানান, এলাকার লোকজন অক্লান্ত পরিশ্রম করে তাকে এমপি নির্বাচিত করেছে। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।