জুলফিকার হায়দার, বিশেষ প্রতিনিধিঃ শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো চালু রয়েছে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।বুধবার মধ্যরাত থেকে জেলায় বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার ভোর থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা,দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাত শুরু হয়। কিছু সময় মুষলধারে বৃষ্টি হয়। এরপর আবারও কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পূর্ব ঘোষণা অনুসারে জেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। গতকাল বুধবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় আজ বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, বুধবার চুয়াডাঙ্গা-১ আসনের এমপি, খুলনা বিভাগীয় উপপরিচালক খ. রুহুল আমীন ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমার সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান জানান, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দিয়েছে তাতে সর্বোচ্চ তাপমাত্রার কথা উল্লেখ আছে। স্পষ্ট করে বলা আছে, সবোর্চ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সাময়িক বন্ধের সিদ্ধান্ত হতে পারে। তবে আমি খোঁজ নিয়েছি, চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি। সেজন্য এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে খুলনা বিভাগীয় উপপরিচালক মসলেম উদ্দীনের সঙ্গে পরামর্শ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত প্রাথমিকের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার তাপমাত্রা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ৩ ডিগ্রি কমে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তাপমাত্রা কিছুটা বেড়ে সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।এছাড়া চুয়াডাঙ্গায় ১৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেমে গেলে তাপমাত্রা আরও কমে আসবে। আগামী সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।