মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: চকোরিয়ার কোনাখালী থেকে দশ বছরের পলাতক আসামিকে আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে পশ্চিম কোনাখালী হাজি পাড়া থেকে আটক করে। আটক বদিউল আলম প্রকাশ বদি আলম (৩৮) স্থানীয় মোস্তাক আহমদ প্রকাশ বলি মোস্তাকের পুত্র। সে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম করে আসছিল। সেই চকরিয়া থানার জি, আর মামলা নম্বর ৪১৪/১৫ এর ওয়ারেন্টি আসামি। তার ওয়ারেন্ট নম্বর ২২০২। তারিখ ২৪-৯-২৩ ইংরেজি। মাতামুহুরি তদন্ত কেন্দ্রের এস, আই মুমিনুর রহমান তাকে গ্রেফতার করেন। মামলাটির বাদি একই এলাকার ডাক্তার মোঃ জসিম উদ্দিনের স্ত্রী দিল আফরোজা খানম। ২৯/৯/১৫ ইংরেজি তারিখে মামলাটি দায়ের করা হয়েছিল।
এতে বদি আলমসহ ৫/৬ জনের বিরুদ্ধে জসিম উদ্দিনের মৎস্য প্রজেক্টের পঞ্চাশ হাজার টাকা লুটপাট ও তার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ আনা হয়েছিল। আক্রমণ ও লুটপাটের ঘটনাটি ঘটেছিল ৯/৯/১৫ ইংরেজি। মাতামুহুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ মিজানুর রহমান জানান, আটককৃত ব্যক্তিকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
তবে আটকের বিষয়টি নিশ্চিত হতে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারকে মোবাইলে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।