লক্ষীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ০৬নং পাটোয়ারিরহাট ইউনিয়ন এর ০৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের পুরনো ব্যাবহারিত দরজায় জোরপূর্বক কাঁটার বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এককজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ১১টি পরিবারের প্রায় শতাধিক মানুষ চলাচল করতে পারছেন না।
ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের লেচকি গ্রামের সৈয়দ ভুইঞা বাড়ির চলাচলের দরজাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন।
স্থানীয় ইউনুছ মেস্তরি,আবুছায়েদ,কাশেম ব্যপারি, মো:সফিক উল্যাহ, আবু কালামসহ ভুক্তভোগী বাসিন্দারা বলেন, আমরা এই রাস্তা দিয়ে প্রায় শত বছর ধরে চলাচল করে আসছি। দরজার মালিকানা দাবি করা নুরনবী হাওলাদার এর ছেলে স্বপন হাওলাদার, গত কয়েক দিন পুর্বে কাঁটা দিয়ে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, রাস্তায় বেড়া দানকারীরা তাদের কোন কথাই শুনছেন না। বর্তমানে তাদেরকে অন্য লোকদের বাড়ির বাগান দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। বর্তমানে এ কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। দরজাটিতে দ্রুত চলাচলের জন্য কমলনগর থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিনারা বেগম বাদি হয়ে একটি জিডি করেন। যার অনলাইন ট্র্যাকিং নং-N5618Y, জিডি নং-১২২৩ তাতিখ:২৭/০১/২০২৪ ।
চলাচলের দরজায় বেড়া দানকারি স্বপন হাওলাদার বলেন, জায়গাটি আমাদের তাই কাঁটার বেড়া দিয়েছি । এতদিন যাবত আমরা তাদের চলাচলের জন্য জায়গা দিয়েছি, কিন্তু এখন আর দিবো না। এ নিয়ে কারো কিছু করার নেই। জমির মালিক হিসেবে আমার সকল দলিলপত্র রয়েছে । মালিকানার কোন কাগজপত্র তাদের নিকট নেই এবং দেখাতেও পারবেনা ।