সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য হলেন ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দিত চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
গত শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুকে চেয়ারম্যান, হারুনুর রশিদকে কো-চেয়ারম্যান এবং মাশরাফী বিন মোর্ত্তজা এমপিকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এবার সংসদ সদস্য, সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের প্রাধান্য দিয়ে ২০২৩-২০২৬ মেয়াদের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটি গঠন করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না সকালের সময়কে বলেন, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমাকে সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, তিনি ২০০২ সাল থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। এরপর তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এর ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক উপজেলার চেয়ারম্যান মহুরুম মিজানুর রহমানের সুযোগ্য সন্তান ।