নিজস্ব প্রতিবেদকঃ ২১ ডিসেম্বর শনিবার নগরীর নয়াসড়কস্থ অভিযাত বিপনী বিতান সাদিক টাওয়ারে কাউন্সিলের আয়োজন করা হয়। কাউন্সিলে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে মোঃ আবদুল আলীম ও সাধারন সম্পাদক পদে আবদুল জলিল নির্বাচিত হন। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের বাকী দায়িত্বশীল মনোনীত করা হয়। মনোনীত দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান,সহ সভাপতি আনোয়ার সুমন,যুগ্ম সম্পাদক হাফিজুল হক, আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন,অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল হামিদ,পাঠাগার সম্পাদক ফারুক আহমদ,কার্যকরী সদস্য শাব্বির আহমদ, লবীব আহমদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন – সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা বারের সিনিয়র এডভোকেট বদরুল আলম,এবং সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ।