স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ রামপালে নীরাসোসাই বাড়ি অনুষ্ঠিত হচ্ছেমহোৎসব
এই মহোৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ফ্রেবুয়ারি সকাল থেকে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থীর ভীড়ে এলাকা বিরাট জমজমাট। রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দীঘীর পাড়ে নীরাপদ বিশ্বাস এর বাড়ীতে বাংলা পঞ্জিকা
অনুসারে প্রতিবছর ৯ ফাল্গুন থেকে ১১ ফাল্গুন পযন্ত হিন্দু ধর্মীয় মহোৎসব আয়োজন করেন ভক্তরা।নীরাপদ গোসাই একজন আধ্যাত্নিক ধর্ম গুরু এবং এই স্হান ধর্মীয় তীর্থস্হান হিসাবে ব্যাপক সমাদৃত। এটি মূলত হিন্দু ধর্মীয় মেলা হলেও এখানে দেশের বিভিন্ন এলাকা এবং পার্শবর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠানে যোগদান করেন। মেলা উপলক্ষ্যে হরি সংগীত (হিন্দু ধর্মীয় ) ও নানা ধর্মীয় ভাবগীতির আসর বসে। টানা তিনদিন মেলায় বিভিন্ন ধর্মের লোকজন সাম্প্রদায়িক ভেদাভেদ ভূলে আগত ভক্তদের জন্য খাবারের আয়োজন করে বিতরন করেন। রামপাল থানার ওসি জানান, মেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবেনা।