মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁওতে ২০ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাগির পাড়া সিরাত কমিটি কর্তৃক গতকাল স্থানীয় বায়তুশ শরফ কমপ্লেক্স ময়দানে এর আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওলানা মোহাম্মদ আলী। ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তাদের মধ্যে ছিলেন ঈদগাঁও মডেল ডায়াবেটিক কেয়ার সেন্টারের পরিচালক ডাক্তার মোঃ ইউসুফ আলী, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, এ,জি লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রহমান আজাদ এবং ঈদগাঁও বাইতুশ শরফ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমদ করিম সিকদার। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন স্থানীয় সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক ও মুজিবুর রহমান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু বক্করের পরিচালনায় মাহফিলে বাইতুশ শরফ হাফেজ খানার হেফজ সমাপনকারী তিনজন ছাত্রকে পাগড়ি প্রদান করেন প্রধান বক্তা। আয়োজক পক্ষে ছিলেন কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মিজানুর রহমান, নুরুল আমিন, মোহাম্মদ এরশাদ, সাইফুল ইসলাম, কালাম, হারুন প্রমুখ। প্রধান বক্তা তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ বক্তারা তাদের বক্তব্যে ইসলামী জীবনযাপনের নানা দিক তুলে ধরেন। প্রধান ও বিশেষ অতিথি আসন্ন উপজেলা নির্বাচনে তাদের পক্ষে সমর্থন ও দোয়া কামনা করেন।
সর্ম্পকিত খবর সমূহ.
April 6, 2024