বিলালুর রহমান,সিলেট জেলা প্রতিনিধিঃ মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্ট আয়োজিত শিকদার মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ব্যবস্থাপনায় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৯ মার্চ শনিবার দুপুরে স্কুলের হলরুমে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তির্ণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারমম্যান কামাল আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, (অব:) প্রধান শিক্ষক মাহবুবুর রব বুলবুল, ইউপি সদস্য মুয়াজ্জিম হোসেন সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারইয়াম শিকদার শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ডা: হারুনুর রশিদ শিকদার।
মাষ্টার মো: শাহীন আহমদের উপস্থাপনায়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব ডা: সুজিয়া আক্তার চৌধুরী, জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুক আহমদ, লন্ডন প্রবাসী মো: বদরুল ইসলাম, শিক্ষক রাসেল মাহফুজ ।
সভায় বক্তারা বলেন, চতুল এলাকার নারী শিক্ষার উন্নয়নে শিকদার মেমোরিয়াল গার্লস হাইস্কুল বিশেষ অবদান রাখছে। পিছিয়েপড়া দরবস্ত ইউনিয়নের জৈন্তাপুর-কানাইঘাট সীমান্তবর্তী চতুল ছাত্তারখাই কান্দিগ্রাম সহ অত্র অঞ্চলে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে। শিকদার মেমোরিয়াল গার্লস হাইস্কুলের উন্নয়নে অভিভাবকগণ-কে এগিয়ে আসার আহবান জানান হয়েছে ।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারমম্যান কামাল আহমদ ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।