বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ফকিরহাট বাজারে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী ও রিক্সা শ্রমিকরা। কুঞ্জেরহাট টু তজুমদ্দিন সড়কের ফকিরহাট নামক বাজারের উচু ব্রীজের ঢালে ঠিকাদার কাজ না করায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। তারই প্রতিবাদে ২০ মার্চ রোজ বুধবার সকাল ১০ টায় মানববন্ধন করেন ব্যবসায়ী ও রিক্সা শ্রমিকরা। একই সাথে
কুঞ্জেরহাট টু তজুমদ্দিন সড়কের ব্রীজের ঢাল থেকে স্থানীয় মুন্সিরহাট সড়কে ও দালাল বাজার সংযোগ দেওয়ার দাবী করেন তারা। জনতা বাজার ও ফকিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালামসহ রিক্সা মালিক সমিতির অঙ্গসংগঠনের শ্রমিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।