মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে বিদ্যুৎপৃষ্টে আক্তারুল ইসলাম(৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল ) বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। আক্তারুল ইসলাম গাংনী পৌর এলাকার শিশির পাড়ার ইয়াসিন ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তারুল ইসলাম বাড়ির পাশের খড়ের মাঠ থেকে গবাদি পশুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।