বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা পরিবার, লালমোহন, ভোলা এর আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হল রুমে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডীন,কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মোহাম্মদ অলী উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা মো. জিয়াউর রহমান, সাতারকুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন।
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
মো. ফিরোজ আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য প্রদান করেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আবদুল হক, গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আবু তৈয়ব ও বর্তমান অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম খাঁন, মজমের হাট ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ ফয়জুল আলম, চতলা ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. মাইনুদ্দিন,রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহনের দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ,সুপার ও শিক্ষকবৃন্দ।