শেখ মারুফ হোসেন,সাতক্ষীরা,কালীগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ১লা বৈশাখ (বর্ষবরণ) অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বিগত স্মৃতিকে বিদায় দিয়ে রবিবার (১৪ এপ্রিল) থেকে শুরু হলো ১৪৩১ বঙ্গাব্দের বর্ষপুঞ্জির দিনক্ষণ গণনা। “মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই আহ্বানে এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভা যাত্রায় হরেকরকম সাজে নানা শ্রেনিপেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদঙ্গিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে শেষ হয়। বৈশাখী মঞ্চে নাচ, গানসহ বিভিন্ন আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দৈনিক প্রথম আলো পত্রিকার নিজেস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদ জয়, প্রেরণা এর নির্বাহী পরিচালক শম্পা গোষ্মামী, মিলনী হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম ও শিল্পী জাহাঙ্গীর আলম প্রমূখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও শতশত সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।