সুজন আলী,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রাণের স্পন্দন ঐতিহ্যবাহী ৩১ তম বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলা উদ্বোধন উপলক্ষে এ দিন সন্ধ্যায় পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠে ফিতা কেটে ও ফুলের তোরা দিয়ে অতিথিদের বরণ করা হয়। এবং বৈশাখ উদযাপন পরিষদ ও মেলা কমিটির সভাপতি অধ্যাক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলীর সঞ্চালানায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও -৩ আসনের এমপি ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ। উদ্বোধক ছিলেন,জেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেল। গেস্ট অব অনার ছিলেন, সাবেক এমপি ও জেলা আ’লীগ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি সোহেল রানা।
আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,
ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক মেয়র আলমগীর সরকার, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবু তাহের, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালী বেগম,প্রেসক্লাব (পুরাতনের) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাপা নেতা জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল বাতেন স্বপন,ইউপি চেয়ারম্যান আব্দুল বারী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।