খালেদ মাহমুদ সুজন,রানীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সিদলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায় কে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
উপজেলায় ৩নং হোসেনগাঁও ইউনিয়নের সিদলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায় (৮৪) বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে পরলোকগমন করেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সিদলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায় কে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান ,রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা,
বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান,সহ এলাকার ব্যক্তিবর্গ ও সুশিল সমাজ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায় ১৯৭১ সালে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।