বদরুদ্দোজা প্রধান,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা জজ আদালতে স্থানীয় প্রার্থীদের চাকুরীতে নিয়োগের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে জেলার আইনজীবীবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ।
এসময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবী আবু বক্কর সিদ্দিক,, আনোয়ারুল ইসলাম খায়ের,: ওয়াদুর রহমান রাজন সহ অনেকে। বক্তারা এসময় বলেন পঞ্চগড় জজ আদালতে যতো নিয়োগ হয়েছে সবাই অন্য জেলার নাগরিক। এই জেলাতেও বেকার সমস্যা আছে। এখানেও মেধাবী চাকুরী প্রার্থীরা আছে। কিন্তু এই জেলার প্রার্থীদের চাকুরী দেয়া হয়না। এটা অন্যায়। সম্প্রতি বিভিন্ন পদে চাকুরী দেয়ার জন্য একটি বিজ্ঞাপন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। আগামী মাসেই নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ যেন স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে পঞ্চগড়ের চাকুরী প্রার্থীদের দেয়া হয়। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা জেলা জজ আদালতে পঞ্চগড় জেলার স্থানীয়দের নিয়োগ দেয়ার জন্য জোর দাবী জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।