মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত হচ্ছে জনজীবন।বৈশাখের কড়া রোদের দাপটের কারণে নানান রকমের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই জনপদের মানুষ। বাড়ছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।
তাপদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনা করে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে খোলা আকাশের নিচে ‘ইস্তিস্কার নামাজ’ আদায় করেছেন মুসল্লিরা।
বুধবার (২৪শে এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি সব্দিগঞ্জ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ইস্তিস্কার নামাজ। এতে সর্বস্তরের ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি করেন- পঞ্চগড়ের বালাপাড়া কওমি মাদ্রাসার ইমাম হাফেজ মুহাম্মদ মাহমুদুল ইসলাম।
ইমাম মাহমুদুল ইসলাম বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।
নামাজে অংশগ্রহণ করেন, সব্দিগঞ্জ ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামানিক, সহ-সম্পাদক কারিকুল ইসলাম মিলাল প্রমুখ।
ইস্তিস্কার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফেলে বৃষ্টি কামনায় ফরিয়াদ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।