এম,এ,এইচ,শান্ত,ঢাকাঃ দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। তীব্র তাপে জনজীবন বিপর্যস্ত। গরমের তীব্রতা বাড়ায় শনিবার থেকে সারাদেশে জারি করা হয় তিনদিনের হিট অ্যালার্ট। যা পরবর্তীতে আরো বৃদ্ধি করা হবে বলে জান যায়।
এমতাবস্থায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজুল হকের ভূঁঞা উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনের,(ওসি) অপারেশন মোহাম্মদ সবুজ রহমান।
মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে এবং মোহাম্মদপুর টাউন হল এলাকায় ২ হাজার পথচারীদের মাঝে এই সুপেয় পানি এবং স্যালাইন বিতরণ করেন। পানি ও স্যালাইন বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন রায়ের বাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাজমুল এবং মোহাম্মদপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ রেজাউল ।
জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসী ও শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে পানি ও স্যালাইন সহযোগিতা করায় অনেকেই পুলিশের প্রতি ধন্যবাদ জানান। এবং বলেন, যেকোনো দুর্যোগে পুলিশই একমাত্র সাধারণ মানুষের পাশে থাকে। এবারও তীব্র গরমে তার ব্যতিক্রম ঘটেনি।
বুধবার ২৪ এপ্রিল দুপুর থেকে সুপেয় পানি বিতরণ করা শুরু করেন থানা পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্ফুজল হক ভূঁঞা বলেন, এটা শুধু মানুষের জন্য সামান্য কিছু করা। আমরা চাই মানুষের পাশে মানুষ থাকুক, আমরা পুলিশ আমরাও মানুষ। শ্রমজীবী মানুষের পাশে থাকার সামান্য একটু চেষ্টা।
অন্যায়ের বিরুদ্ধে যেমন পুলিশ, ঠিক অসহায় ও শ্রমজীবী মানুষের পাশেও পুলিশ এটাই তার উদাহরণ বলে মনে করেছেন সাধারণ নাগরিকরা।