কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা, যুক্তরাজ্যের প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদকে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (৪মে) সন্ধ্যায় সাদাপাথর পর্যটন ঘাটে সংবর্ধনা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার নাজির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী সেলিম মোহাম্মদ আলী আসগর, অধ্যক্ষ কলামিস্ট মস্তফা মিয়া, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ পহেল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের অফিস সম্পাদক আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফখর উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও অনলাইন প্রেসক্লাবে সাধারণ আব্দুল জলিল, ফারুক আহমদ, সাদাপাথর পর্যটন ব্যবসায়ীর সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সভাপতি, ফখরুল ইসলাম নোমান, লায়েক আহমদ প্রমুখ।