মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ অসহায় মানুষ ভিক্ষাবৃত্তি করে দিন কাটায়। আবার কারও পুরো দিনটাই কাটে প্ল্যাটফর্মে বা রাস্তায় ঘুরে ঘুরে, ভালো খাওয়া-দাওয়া তো দূরের কথা কোন রকম খেয়ে বাচা যায় তারও কোন ঠিক নেই।
এমনই দুঃস্থ এক অসহায় ব্যক্তিকে ভালোমন্দ খাওয়ানোর চেষ্টা করেন ভোলার লালমোহন পৌরসভা ৪নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর রায়হান মাসুম। তিনি নিজ ওয়ার্ড ছাড়াও বিভিন্ন জায়গায় অসহায় মানুষের পাশে থেকে মানুষ কে সাহায্য করার চেষ্টা করে।
শুক্রবার (১০মে) বিভিন্ন জায়গায় অসহায় মানুষের খোজ নিতে বের হলে হটাৎ দেখা হয় এক অসহায় বৃদ্ধের সাথে, পরে তার সাথে কথা বলে জানতে চাইলো তার সমস্যা, সে বললো আজ সারাদিন আমি কিছু খাইনি আমাকে দয়া করে কিছু খেতে দিন, কাউন্সিলর রায়হান মাসুম তাকে জিজ্ঞেস করলেন আপনি কি খাবেন, সে বললো মাছ,মুরগি, মিষ্টি এবং তার শেষ আবদার ছিল একটা পান কাউন্সিলর রায়হান মাসুম নিজে বসে থেকে তার সব আবদার পূরণ করলো এবং কিছুক্ষন কথা বললো, পরে রায়হান মাসুম এর সাথে কথা বললে তিনি বলেন অসম্ভব কষ্ট করে অসহায় মানুষগুলি দিন কাটায় ভালো খাবার কোনদিনই জোটে না। কিন্তু ওদেরও তো ভালোমন্দ খেতে একটু ইচ্ছে করে। তাই মাজে মধ্যে একটু সামান্য চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকার জন্য। পরে যানা যায় অসহায় লোকটির বাসা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে, লোকটির নাম আব্দুর রহমান।