বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মফিজুল ইসলাম মঞ্জু তালুকদারের পবিত্র হজ্ব পালনের লক্ষ্যে লালমোহন পৌরসভা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে পৌরসভা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার বলেন; দীর্ঘ দিন আপনাদের সাথে ছিলাম আমি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর চলার পথে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত বলেন; মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার আমাদের মাঝ থেকে পবিত্র বায়তুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাবেন তার জন্য সকলে দোয়া করবেন। যাতে হজ্ব পালন করে আমাদের মাঝে ফিরে আসতে পারে।
এসময় লালমোহন পৌরসভা ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.মাসুদ পাটোয়ারী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইমাম হোসেন হাওলাদার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম নবীব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাজেদ পাটোয়ারীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।