নীলফামারী প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম ধাপে অনুষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে মে) সকাল ১১টায় রংপুর বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার জাকির হোসেন গোটা বিভাগের প্রথম ধাপে ১৯ উপজেলার ৫৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, ভাইস-চেয়ারম্যান হিসেবে দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে মোছাঃ ফেরদৌসি বেগম শপথ গ্রহণ করেন। তারা গত ৮ই মে অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট যুদ্ধের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন।
শপথ গ্রহণের পর ডোমারের প্রথম নারী চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমার জনগণ আমাকে নির্বাচিত করে পবিত্র দায়িত্ব প্রদান করেছেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ডোমারবাসীর উন্নয়নে কাজ করবো। ডোমার উপজেলা মডেল ও স্মার্ট উপজেলায় গড়ে তোলা আমার লক্ষ্য। শত প্রতিকূলতার মাধ্যমে আমাকে নির্বাচিত করায় ডোমার উপজেলার সকল সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, গত ৮ই মে (বুধবার) অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে টেলিফোন প্রতীকের ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি, ভাইস-চেয়ারম্যান পদে ২২ হাজার ১৩৩ ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকের মোছাঃ ফেরদৌসি বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গতঃ গত ২০১৯ সালে ডোমার উপজেলা পরিষদের ৫ম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান পদে মোঃ আব্দুল মালেক সরকার ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বেগম রৌশন কানিজ দায়িত্ব পালন করেছিলেন।