ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ জুন শনিবার দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই শ্লোগানে জেলা কালেক্টরেট চত্তরে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ, কে, এম হাসানুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় কালেক্টরেট চত্তরের স্টলে ভূমি সম্বন্ধে বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করা হয়। এছাড়াও সদর উপজেলার ২০ জন সেরা ভুমি উন্নয়ন করদাতাকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।