এম আমিরুল ইসলাম,দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা এলাকার পুরাতন বাজার থেকে বেশ কিছুদিন আগে চুরি হয় হিরো স্প্লেন্ডার একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি চুরি হওয়ার অভিযোগ সহ সিসি টিভির ভিডিও ক্লিপ দেওয়া হইছিলো অফিসার ইনচার্জ সনাতন সরকারের নিকটে।
তিনি এই ভিডিওর সূত্র ধরে চৌকোস অফিসার এসআই এরশাদকে দায়িত্ব দেন মোটরসাইকেলটি উদ্ধারের।
অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায়, পুলিশি মেধা ও প্রযুক্তির সহায়তায় সেই মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে।
মোটরসাইকেল টি পুলিশ হেফাজতে রয়েছে প্রয়োজনে কাগজপত্র উপস্থাপন করে মালিকের নিকটে হস্তান্তর করা হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন সরকার।