আমিরুল ইসলাম,দুপচাঁচিয়া উপজেলা প্রতিনিধিঃ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১ টায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতা মূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দুপচাঁচিয়া উপজেলা ভূমি কর্মকর্তা লিজা আক্তার বিথী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান,সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, সাবেক ব্যাংকার আজিজুল হক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম আযম পারভেজ, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সেবাগ্রহিতা তথা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন দশটি শিক্ষাপ্রতিষ্ঠান তার মধ্য নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান কে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে বিএম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।
বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত তারা তিথি।