রানীশংকৈল প্রতিনিধিঃ দেশের বিভিন্নস্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, নির্যাতন, শ্মশানের জমি দখল, ও দেশত্যাগের হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১১ আগষ্ট শনিবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ প্রতিবাদ মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। সেখানে তাদের জানমাল ও ভাংচুর সুরক্ষার প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) ফারুক হোসেন, ক্যাপ্টেন মুহতাশিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক, সহ সভাপতি পরিমল সরকার, হিন্দু নেতা জগদীশ চন্দ্র বসাক, অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাক সহ বিভিন্ন ইউনিয়নে হিন্দু নেতারা । পরে
ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে বলেন ‘স্বাধীন দেশে আমার ঘর পুড়ল কেন?’, ‘হিন্দুদের ওপর হামলার জবাব চাই’, ‘আমরা কেন স্বাধীন নই?’, ‘বিজয় কি মন্দির পুড়িয়েই শুরু হয়?’, ‘সহানুভূতি নয়, আমরা অধিকার চাই, ‘হিন্দু-মুসলিম ভাই ভাই বৈষম্যের ঠাই নাই’, ‘সেভ বাংলাদেশি হিন্দুসহ বিভিন্ন প্লাকার্ড-ফেস্টুন নিয়ে কয়েক হাজার সনাতনী নারী-পুরুষ-শিশু-কিশোর মিছিল ও বিক্ষোভে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ইউএনও বরাবরে একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়।