মোঃ আঃ রহমান,স্টাফ রিপোর্টারঃ ১৩ আগস্ট মঙ্গলবার দুপুর ২টার দিকে ভোলা জেলা প্রেসক্লাবের সামনে ৮ দফা দাবিতে পূর্ব ঘোষিত সনাতন ছাত্র-জনতার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে ভোলার প্রততত্ত্ব অঞ্চল, ভোলা বোরহানউদ্দিন ,দৌলতখান ,তজিম উদ্দিন, মনপুরা ,কুঞ্জুরহাট লালমোহন ,চরফ্যাশন আইচা ও লেত্রা থেকে এসে সকল শ্রেণীর সনাতন মালম্বীরা এসে একত্রিত হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর এবং ধর্মীয় উপাসনালয় অগ্নিসংযোগ ভাঙচুর ও চাঁদাবাজির জন্য তীব্র নিন্দা জানান ও দুষ্কৃতিকারীদের সনাক্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি করেন। বক্তারা আরো বলেন অন্যান্য সময়ের মতো একজনের অপরাধ অন্যজনের ঘাড়ে চাপিয়ে রাজনীতিক উদ্দেশ্য প্রণীত ধাপা-চাপার বিচার যেন না করা হয় । এক্ষেত্রে বক্তারা বলেন আমাদের ভোলা জেলায় কোন সংখ্যালঘুর উপর কোন রকম নির্যাতন বা অগ্নিসংযোগ করা হয়নি এজন্য আমরা ভোলা জেলা সর্বস্তরের মুসলিম কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে অভিনন্দন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বক্তারা আরো বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ভোলা একটি রোল মডেল। আমাদের ভোলা বাংলাদেশের সকল জেলাগুলোর জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য রোল মডেল হয়ে থাকবে। গণমাধ্যম কর্মীদের প্রশ্নে তারা বাংলাদেশের কোথায় কোন মন্দিরে কোন সংখ্যালঘুর উপর নির্যাতন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি। তারা ভারতীয় মিডিয়ার অপপ্রচার ,প্রপাগান্ডা, ও শুনা কথার উপর ভিত্তি করে এ জাতীয় কথা বলছেন বলে বিশিষ্ট জন মনে করেন। সমাজের বিশিষ্টজন মনে করেনম যখন বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়ায় মহল্লায় মুসলিম কমিউনিটি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় নির্ঘুম প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছেন যা ইতিহাসে বিরল বাংলাদেশের কোথাও কোন সনাতন ধর্মালম্বীদের উপর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি কিংবা নির্যাতনের মত হেনো কাজ করা হয়নি যা সাম্প্রদায়িক সম্প্রীতির বড় দৃষ্টান্ত। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত শিক্ষা গ্রহণ করা উচিত । কিন্তু তা না করে তারা মিডিয়ায় অপপ্রচার ও প্রকন্ডা চালিয়ে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি রাজনৈতিক মহলকে সুবিধা দেয়ার উদ্দেশ্যে । বিশিষ্টজনরা তাদের এমন হীন কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ ও খোপ প্রকাশ করছেন।
আজকের মহাসমাবেশে উল্লেখ করা সনাতন ধর্মাবলম্বীদের
উল্লেখ্য করা তাদের ৮ দফা দাবি হল ১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত ট্রাইবুনাল গঠন করে প্রকৃত দোষীদের বিচার করা। ২. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা। ৩ . সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় না গঠন করা।৪. হিন্দুধর্ম কল্যাণ ট্রাস্ট কে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করা সাথে সাথে হিন্দু -বৌদ্ধ ট্রাস্ট কেও ফাউন্ডেশনে উন্নীত করা।৫. দেবত্ব সম্পত্তি পূর্ণ উদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন ও অর্পিত সম্পত্তি প্রত্যয়ন আইনের যথাযথ বাস্তবায়ন । ৬. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ধর্মাবলম্বীর জন্য উপাসনালয় নির্মাণ করা ও প্রার্থনা রুম বরাদ্দ করা। ৭. সংস্কৃতি ও পল্লী শিক্ষার আধুনিকায়ন করা। ৮. শারদীয় দুর্গাপূজার পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করা।