সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি দীর্ঘ ১৭ বছর পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরের জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার নায়েবে আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, উপজেলা জামায়াতে ইসলামী’র জয়েন্ট সেক্রেটারি মিনাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রমিজউদ্দিন মাস্টার,পৌর আমীর আব্দুল মাতিন বিশ্বাস,পৌর সেক্রেটারী মোকাররম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন , প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি মোহনা টিভির উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ। জেলা জামায়াতের নায়েবে আমীর বলেন, ১৭ বছর পর আজ আমরা মুক্ত দেশে কথা বলার সুযোগ পেয়েছি। এখন সুখী সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যেত চাই গত ৫ আগষ্টে বিগত সরকার পতনের পর কিছু অনাকাংখিত ঘটনা ঘটছে, এ ধরণের কাজ বন্ধে জামায়াতের জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ দিনরাত কাজ করে যাচ্ছে। কোন দলীয় না তৃতীয় একটি মহল এলাকায় লুটপাট ভাঙচুর, অবৈধ ভাবে জমি দখল করে পরিস্থিতি নৈরাজ্যকর করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এ অপতৎপরতা আর হতে দেয়া হবেনা। তিনি আরোও বলেন জামায়াতের নেতা কর্মীরা মনে করে দেশে কোন সংখ্যা লঘু নেই সবাই বাংলাদেশী। জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। এসময় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে ও আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের সুস্থতা কামনা করেন। সেইসাথে সাংবাদিকদের কাছে তাদের সংগঠনের কার্যক্রমের বিভিন্ন অনুষ্ঠানের বস্তনিষ্ট সংবাদ প্রকাশের আহবান জানান ।