এম এস সজীবঃ বরগুনা সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে পদ থেকে অপসারন ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (০২ অক্টোবর) সকাল ১০ টায় গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয় সামনে মাঠে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন যাবত ছাত্রীদের যৌণ হয়রানি সহ নানান অভিযোগ তুলে ধরেন। এ সময় তারা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের অপসারণ ও শাস্তির দাবিও তোলে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম বলেন, আমরা শিক্ষকদের কাছ থেকে কি শিখবো..? তাদের নিজেদের ছবিও ভাইরাল হয়। আমাদের স্কুলের দিকে তাদের খেয়াল নাই। দীর্ঘ ৭ বছর যাবত আমাদের ল্যাব রুম নাই। তারা আছে তাদের নষ্টামি নিয়ে। গুদিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তানজিলা আক্তার বলেন, আজকে আমাদের শিক্ষার্থীরা যেই অভিযোগ তুলে মানববন্ধন করছেন। গতকালকেও এ বিষয় নিয়ে স্থানীয় ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়া বসা হয়েছিল। শিক্ষার্থীদের অভিযোগের আংশিক যৌক্তিক বলেও জানান তিনি। এ বিষয়ে জানার জন্য প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘ ১৭ বছর যাবত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে সকল কার্যক্রম ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশনা অনুযায়ী পরিচালিত। আমি যা করেছি তা ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশই বাধ্য হয়ে করতে হয়েছে। এ বিষয়ে জনার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।