জাকির হোসেন সুমন,ব্যাুরো প্রধান ইউরোপঃ ইতালি মনফালকনে সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম এ বাংলাদেশী বংশোদ্ভূত দ্বিতীয় জেনারেশন এর ছাত্রদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ ই নবেম্বর সন্ধ্যায় ইতালির মনফালকনে সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম এ নতুন প্রজন্মের প্রায় শতাধিক ছাত্রদের নিয়ে ভবিষ্যতের দিক নির্দেশনা মূলক
এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম এর অর্গানি ডিরেট্টিব ড. বুক নাথ।
আরো আলোচনা করেন সেন্ত্র কুলতোরালে ইসলামিকো দারুস সালাম এর সভাপতি মো. জহিরুল ইসলাম এবং নূরুল আমিন খন্দকার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাচ্চু মিয়া, মো. জিয়াউর রহমান খান সোহেল, সাখাওয়াত হোসেন, এম এইচ কবির, বাবুল মিয়া, আবুল হোসেন পাপ্পু, মো. লিটন প্রমুখ।
আব্দুল আজিজ সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
আলোচকরা ছাত্রদের উদ্দেশ্য বলেন মনফালকনে বসবাসকারী আমরা সবাই মনফালকনেজি আমাদেরকে ইমি গ্রান্ট মনে করলে চলবে না আমরা এই সমাজেরই অংশ।
প্রবাসে আমাদের নানান সমস্যা এইসব সমস্যা সমাধানে
ভালো করে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এখানে অনেক সুযোগ আছে অনেক ডাক্তার, ইন্জিনিয়ার, এডভোকেট, কমার্শিয়ালিস্টা সহ বিভিন্ন কেটাগরিতে অনেক খালি পোস্ট রয়েছে তাই ভালোকরে পড়াশোনা করে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। সকলের প্রচেষ্টায় ভবিষ্যত সুন্দর মনফালকনে গড়তে সহায়ক হবে। সবশেষে সবার মাঝে তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।